রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৬ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৫:১২ পিএম
উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
expand
উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় একাধিক অস্ত্র, মাদক, পিভিসি ব্যানার ও মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— শাকিল আহাম্মদ (৩০), সাদ ইবনে মাহবুব (২২), কাওছার হোসেন (১৯), মোঃ সজীব (১৭), মোঃ জুনায়েদ (১৪), মোঃ নুশিন (১৬), মাকসুদ ইসলাম মিথিল (২১), মোঃ সানি (২০), মোঃ ইব্রাহিম (৩০), মোঃ জাকির হোসেন (২৭), মোঃ ইয়ামিন (২১), মোঃ পারভেজ (১৯), মোঃ সালাম চৌধুরী (৩৫), মোঃ নাসির উদ্দিন নাঈম (২৩), আলী হোসেন (২২) ও মোঃ সাকিল (২৫)।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X