রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে বিজিবির শীতবস্ত্র বিতরণ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম
বিজিবির শীতবস্ত্র বিতরণ 
expand
বিজিবির শীতবস্ত্র বিতরণ 

রাজধানীতে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর গাবতলীতে ডিএনসিসি কাঁচাবাজার এলাকায় এই আয়োজন করে বিজিবি। এসময়, ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান খাঁনের উপস্থিতিতে ৩শ জন মানুষকে এই সহায়তা প্রদান করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় সব সময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

পুরো আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উপ-অধিনায়ক মেজর আফিক হাসান এবং সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদবীর সৈনকগণ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X