বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর অধিকাংশ সড়কই ফাঁকা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পিএম
ফাঁকা রাজধানী
expand
ফাঁকা রাজধানী

খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব 'বড়দিন' উপলক্ষে সরকারি ছুটির দিন আজ বৃহস্পতিবার। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে পূর্বাচলে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সবমিলিয়ে আজ ঢাকায় স্বাভাবিক কর্মব্যস্ত দিনের মতন যানজট নেই। সড়কে যানবাহনের উপস্থিতিও তুলনামূলক কম।

এদিকে, ফাঁকা রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর শনির আখড়া, যাত্রাবাড়ী, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন, শাহবাগ, আজিমপুর, ধানমন্ডি এলাকার সড়কে দেখা গেছে রাস্তা ফাঁকা থাকার চিত্র। সরকারি ছুটি ও শীতের তীব্রতা বাড়ায় মানুষের উপস্থিতিও ছিল কম।

শাহবাগ মোড় এলাকায় আরিফ নামের এক পথচারী জানান, পুরান ঢাকা থেকে স্বল্প সময়ে শাহবাগ চলে এসেছেন। স্বাভাবিক দিনে যেখানে সময় লাগে ঘন্টারও বেশি।

আরেক পথচারী আল-আমিন বলেন, সরকারি ছুটি হওয়ায় রাস্তাঘাটে মানুষ কম। বাসের জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। পরে বাসে উঠে গুলিস্তান থেকে নিউমার্কেট এলাকায় পৌঁছেছি অনেক কম সময়ে।

এদিকে, রাজধানীর পূর্বাচলে দলীয় প্রধানের প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছে বিএনপি। যেখানে গণজমায়েত করেছে দলটি। সেক্ষেত্রে এয়ারপোর্ট ও পূর্বাচল উপশহর এলাকায় অসংখ্য মানুষের উপস্থিতি দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, বড়দিন উদযাপন ও তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এছাড়া এয়ারপোর্ট, গুলশানসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X