

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজার নামাজকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত কর্মরতদের সঙ্গে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি'র মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এক বার্তায় গণমাধ্যমে জানিয়েছেন, হাদির জানাজা উপলক্ষে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিন, গণমাধ্যমে পাঠানো আরেক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, ওসমান হাদীর জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানান ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
মন্তব্য করুন
