শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জানা গেল কে পড়াবেন ওসমান হাদির জানাজার নামাজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পিএম
ওসমান হাদির কফিনের পাশের রাজনৈতিক দলের নেতারা
expand
ওসমান হাদির কফিনের পাশের রাজনৈতিক দলের নেতারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতির দায়িত্ব পালন করবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ। তিনি জানান, জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাদিকে দাফন করা হবে।

এর আগে শনিবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। বেলা সোয়া ১১টার দিকে এই প্রক্রিয়া শেষ হয়। সকাল ৯টা ৪০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে আনা হয়।

মরদেহ স্থানান্তরের সময় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। এ সময় পরিবারের সদস্য, সহযোদ্ধা ও সহকর্মীরাও উপস্থিত ছিলেন। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাসপাতাল চত্বরে ভিড় করেন তাকে শেষবারের মতো দেখার জন্য।

ময়নাতদন্ত শেষে মরদেহ গোসল করানো হবে। এরপর আনুষ্ঠানিকতা শেষ করে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হবে, যেখানে দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় এক হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X