

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকার অদূরে কেরানীগঞ্জের কিছু এলাকায় আজ সোমবার (৮ ডিসেম্বর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে এসব এলাকায় বিদ্যুৎ বন্ধ রাখবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি।
রোববার (৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও ও বসুন্ধরা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন

