

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে নতুন কমিটি গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুঃসময় থেকে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতা, স্বচ্ছ ভাবমূর্তির কর্মী এবং জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা বিতর্কমুক্তদের অগ্রাধিকার দিয়ে কমিটি পুনর্গঠনের কাজ চলছে।
আসন্ন জাতীয় নির্বাচনের আগে ক্যাম্পাসসহ সারাদেশে ছাত্রদলের ভাবমূর্তি পুনর্গঠনের লক্ষ্যেই চলতি মাসের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা হতে পারে- কেন্দ্রীয় ছাত্রদলের একাধিক নেতার সঙ্গে আলাপে উঠে এসেছে এসব তথ্য।
সূত্র জানায়, জাকসু নির্বাচনে যোগ্য ও বিতর্কমুক্ত প্রার্থী বাছাইয়ে ব্যর্থ হয় শাখা ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ। ফলে জাকসুতে ২৫ টি পদের মধ্যে কোনো পদেই ছাত্রদল জয়ী হতে পারেনি।
বরং শুধুমাত্র একটি পদে দ্বিতীয় স্থান এবং বাকি ২৪ টি পদেই চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করে ছাত্রদলের প্যানেলের প্রার্থীরা। জাকসুতে ছাত্রদলের হারার কারণ খুজতে শিক্ষকদের নিয়ে একটি কমিটিও করে।
তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, বর্তমান কমিটির সুপার ফাইব নেতার মাইম্যান প্রার্থী বিবেচনা এবং শিক্ষকদের হস্তক্ষেপে যোগ্য প্রার্থী আসেনি।
এছাড়া যারা প্রার্থী হয়েছিলেন তারা বেশিরভাগই গণ-অভ্যুত্থানের পর ছাত্রদলের ‘হাইব্রিড’ নেতা ছিলেন। অর্থাৎ রানিং যেসব শিক্ষার্থী প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে দুয়েকজন বাদে বাকিরা ছাত্রদলের রাজনৈতিকভাবে পরিপক্ক ছিলেননা।
ক্যাম্পাস রাজনীতিতে টিকে থাকতে হলে ছাত্রদলের মধ্যে যেসব রানিং শিক্ষার্থী রয়েছে তাদেরকে নেতৃত্ব দিলে সেটা সম্ভব নয় বলে মনে করেন অনেকেই।
ছাত্রদলের অভ্যন্তরীণ সূত্র জানায়, নতুন কমিটির তোড়জোড় ঘিরে ক্যাম্পাসে বেশকিছু ত্যাগী নেতা রয়েছেন। যারা ছাত্রদলের দুঃসময়ের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তাদের মধ্যে একজন শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ৪২ তম ব্যাচের শিক্ষার্থী মাজহারুল আমিন তমাল। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের অনুসারী বলে পরিচিত।
একই ব্যাচের আমির উদ্দিন দেওয়ানও আলোচনায় রয়েছেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হাসানের অনুসারী বলে পরিচিত।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় , আলোচনায় রয়েছেন ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী রায়হান হোসাইন মিল্টন এবং কে এম রিয়াদ। এরমধ্যে মিল্টর জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরোনের অনুসারী এবং রিয়াদ শাখা ছাত্রদলের সদস্য সচিব অনিকের অনুসারী।
আলোচনায় রয়েছেন ৪৪তম ব্যাচের মিজানুর রহমান। তিনি ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন এবং শাখা ছাত্রদলের আহবায়ক বাবরের অনুসারী।এছাড়াও যোগ্য ও ত্যাগী নেতা হিসেবে আলোচনার রয়েছেন ৪৫তম ব্যাচের মমিনুর রহমান লাজু। তিনি দুঃসময়ে বেশ কয়েকবার নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছিলেন।
তিনি জাবি শাখা ছাত্র দলের যুগ্ম-আহবায়ক।এছাড়া আলোচনায় রয়েছেন একই ব্যাচের চঞ্চল কুমার দাস। তিনি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আফফান আলীর অনুসারী। ৪৬তম ব্যাচের আব্দুল্লাহ আল অন্তর, ৪৬তম ব্যাচের মাহবুবুর রহমান মুরাদ, সাব্বির রহমান, রাজু আহমেদ রাজন। এদের মধ্যে অন্তর শাখা ছাত্রদলের সদস্য সচিব অনিকের অনুসারী, মুরাদ বিএনপির সিনিয়র নেতা পারভেজ মল্লিকের অনুসারী এবং রাজন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবের অনুসারী। নতুন কমিটিতে আলোচনায় রয়েছেন ৪৭তম ব্যাচের মেহেদী হাসান, আব্দুল গাফফার জিসান ও রুপক সালমান।
জাবি শাখা ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের তত্বাবধায়ক এবং কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, ‘নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করব"
সার্বিক বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন
