

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে ৬ শিশু জন্ম নিয়েছে। যমজ ৬ শিশুর মধ্যে চার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে মারা যায় দুই শিশু। আর গতকাল রাতে বেসরকারি হাসপাতালের আইসিইউতে মারা যায় আরও এক শিশু। এর আগে গতকাল সন্ধ্যায় মারা যায় আরও এক শিশু।
গতকাল সকাল ৯টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক নারী ৬ সন্তানের জন্ম দেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার। তিনি জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিউতে আর অন্য তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছিল। ঢাকা মেডিকেলে থাকা দুই নবজাতক আজ সকালে মারা গেছে এবং গতকাল রাতে বেসরকারি হাসপাতালে এক শিশু মারা গেছে।
এ ছাড়া গতকাল সন্ধ্যায় এক শিশু মারা যায়। বর্তমানে দুই শিশু বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মা প্রিয়া ঢাকা মেডিকেলে ভর্তি আছে।
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতারপ্রবাসী মো. হানিফের স্ত্রী প্রিয়া। প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকাতেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন। সেখানে আলট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারেন, পাঁচটি সন্তান গর্ভে রয়েছে তাঁর।
ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার নিলুফার ইয়াসমিন বলেন, সকালে এক মা স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল তাঁর। বাচ্চাগুলো অপরিপক্ব ছিল। যাদের ওজন ৬১৫ থেকে ৯০০ গ্রাম পর্যন্ত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
