শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৪ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৭ বিলিয়ন ডলারে দুটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে আদানি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
ভারতের শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান আদানি গ্রুপ
expand
ভারতের শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান আদানি গ্রুপ

ভারতের শীর্ষ বেসরকারি প্রতিষ্ঠান আদানি গ্রুপের সহযোগী দুই প্রতিষ্ঠান আসামে ৭ বিলিয়ন ডলার ব্যয়ে দুটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।

এর মাধ্যমে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং অন্তত ৩,৫০০ মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে।

শুক্রবার আদানির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্প দুটি হলো—৩,২০০ মেগাওয়াট ক্ষমতার অত্যাধুনিক তাপবিদ্যুৎ কেন্দ্র এবং ২,৭০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক দুটি পাম্প স্টোরেজ প্ল্যান্ট।

ভারতের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান আদানি পাওয়ার লিমিটেড (APL) প্রায় ৫.৪ বিলিয়ন ডলার বিনিয়োগে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। অন্যদিকে আদানি গ্রিন এনার্জি ১.৭ বিলিয়ন ডলার ব্যয়ে দুটি পাম্পড স্টোরেজ প্ল্যান্ট নির্মাণ করবে।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, “ভারতের প্রবৃদ্ধির গল্পে উত্তর-পূর্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠছে। আসামের ৩,২০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ প্রকল্প ও ২,৭০০ মেগাওয়াটের পিএসপি প্রকল্প শুধু অঞ্চলের সর্ববৃহৎ বেসরকারি বিনিয়োগই নয়, এটি জ্বালানি নিরাপত্তা, শিল্পোন্নয়ন ও কর্মসংস্থানের দিকে বড় পদক্ষেপ।”

APL যে ৩,২০০ মেগাওয়াটের (৮০০ মেগাওয়াট × ৪ ইউনিট) আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট নির্মাণ করবে, তার নির্মাণ পর্যায়ে সরাসরি ও পরোক্ষভাবে ২০–২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্প চালু হলে প্রায় ৩,৫০০ মানুষের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিদ্যুৎকেন্দ্রটি আসামের জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং শিল্প ও গৃহস্থালি খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে।

অন্যদিকে আদানি গ্রিনের পাম্পড স্টোরেজ প্রকল্প আধুনিক বিদ্যুৎ সংরক্ষণ প্রযুক্তি, গ্রিড স্থিতিশীলতা ও চাহিদার উচ্চ সময়ে বিদ্যুৎ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থায় বড় মাত্রার সংহতকরণ সম্ভব হবে, যা আসামকে আরও সবুজ ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে।

আদানি গ্রুপ আশা করছে, এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে শুধুমাত্র আসাম নয়, গোটা উত্তর-পূর্বাঞ্চলের অর্থনীতিকেও নতুন গতি দেওয়া সম্ভব হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন