শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের সঙ্গে ৫০ কোটি ডলারের চুক্তি করল যুক্তরাষ্ট্র

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের সঙ্গে ৫০ কোটি ডলারের গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র। বাড়তি শুল্কের চাপ এড়াতে দেশটির পক্ষ থেকে এই সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে।

মার্কিন খনিজ কোম্পানি ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের (ইউএসএসএম) সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের দৈনিক ডন।

মিসৌরি-ভিত্তিক ইউএসএসএম মূলত গুরুত্বপূর্ণ খনিজ সংগ্রহ, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও খনন কার্যক্রমে বিশেষজ্ঞ। কোম্পানিটি পুরনো লিথিয়াম-আয়ন ব্যাটারি থেকে মূল্যবান ধাতু আহরণ ছাড়াও কোবাল্ট, নিকেল ও তামার খনন কাজে দক্ষ।

পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন জ্যাক হারকেনরাইডার ইউএসএসএম প্রতিনিধিদলকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রন্টিয়ার ওয়ার্কস অর্গানাইজেশনের সঙ্গে চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার বলেন, “যুক্তরাষ্ট্র-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ়তা আবারও প্রমাণিত হলো। এই চুক্তির সুফল দুই দেশই ভোগ করবে।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইউএসএসএম প্রতিনিধি দল পাকিস্তানের খনিজ খাত, অবকাঠামো উন্নয়ন ও মূল্য সংযোজনের সম্ভাব্য ক্ষেত্রগুলো ঘুরে দেখছে। তারা প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, জ্বালানি ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে—একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ, বিশেষ করে রেয়ার আর্থ উপাদান উন্নয়ন ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে এবং অন্যটি লজিস্টিকস খাতে।

দ্বিতীয় এমওইউ স্বাক্ষর হয় পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিকস করপোরেশন ও আন্তর্জাতিক নির্মাণ কোম্পানি মোটা-এঞ্জিল গ্রুপের মধ্যে।

মোটা-এঞ্জিল পাকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে চায়, যাতে বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কর্মসংস্থান, প্রযুক্তি হস্তান্তর ও টেকসই উন্নয়নের মাধ্যমে লাভজনক পরিস্থিতি সৃষ্টি হয়। ডন জানিয়েছে, এই চুক্তির আওতায় পাকিস্তান শিগগিরই অ্যান্টিমনি, তামা, স্বর্ণ, টাংস্টেন ও রেয়ার আর্থ এলিমেন্টস রপ্তানি শুরু করবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পাকিস্তান। গত জুলাইয়ে বাণিজ্য চুক্তির মাধ্যমে পাকিস্তানি পণ্যের আমদানি শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশে নামানো হয়। সূত্র: ডন

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন