শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসের সর্বোচ্চ দর: স্বর্ণের বাজার নিয়ে ২০২৬ সালের ‘ভয়ংকর’ পূর্বাভাস!

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
expand
ইতিহাসের সর্বোচ্চ দর: স্বর্ণের বাজার নিয়ে ২০২৬ সালের ‘ভয়ংকর’ পূর্বাভাস!

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। সব রেকর্ড ভেঙে দিয়ে এক লাফে ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই নতুন দাম ঘোষণা করে, যা কার্যকর হয়েছে আজ থেকে।

ভরি প্রতি দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে যাওয়ার পর এখন সাধারণ মানুষের মনে একটাই আতঙ্ক তবে কি ২০২৬ সালেই স্বর্ণের দাম ৪ লাখ টাকার মাইলফলক স্পর্শ করবে?

কেন এই লাগামহীন বৃদ্ধি? বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে এর পেছনের মূল কারণগুলো আন্তর্জাতিক বাজারের সাথে সম্পর্কিত।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন প্রান্তে যুদ্ধের দামামা বিনিয়োগকারীদের নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে। যখনই আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা বাড়ে, তখনই স্বর্ণের দাম লাফিয়ে বাড়ে।

কী বলছেন অর্থনীতিবিদরা? আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে অর্থনীতিবিদরা স্বর্ণের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশার বাণী শোনাতে পারছেন না। নাম প্রকাশে অনিচ্ছুক দেশের এক বিশিষ্ট অর্থনীতিবিদ এনপিবি নিউজকে বলেন, “২০২৬ সালটি বিশ্ব অর্থনীতির জন্য চ্যালেঞ্জিং।

একদিকে আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান, অন্যদিকে জ্বালানি তেলের দামের ওঠানামা সব মিলিয়ে স্বর্ণের বাজার অস্থিতিশীল। যদি বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি বা অর্থনৈতিক মন্দার শঙ্কা আরও ঘনীভূত হয়, তবে চলতি বছরেই স্বর্ণের দাম প্রতি ভরি ৪ লাখ টাকা ছাড়ালেও অবাক হওয়ার কিছু থাকবে না।”

তিনি আরও যোগ করেন, “যতদিন পর্যন্ত বিশ্ব অর্থনীতি স্থিতিশীল না হচ্ছে এবং ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী না হচ্ছে, ততদিন দেশের বাজারে স্বর্ণের দাম কমার সম্ভাবনা খুবই কম।”

ভোক্তাদের মধ্যে হাহাকার ইতিহাসের সর্বোচ্চ এই দামে স্বর্ণ কেনার ক্ষমতা হারিয়েছে সিংহভাগ মানুষ। বিশেষ করে যাদের সামনে বিয়ে বা সামাজিক অনুষ্ঠান রয়েছে, তারা পড়েছেন চরম বিপাকে।

২ লাখ ৬২ হাজার টাকা কেবল স্বর্ণের বেস প্রাইস; এর সাথে ৫% ভ্যাট ও মজুরি যোগ করলে এক ভরি গয়নার দাম পড়বে প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকার কাছাকাছি।

এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা এখন তাকিয়ে আছেন আন্তর্জাতিক বাজারের দিকে কবে থামবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা? নাকি ৪ লাখের নতুন রেকর্ডের জন্য প্রস্তুত হতে হবে সবাইকে?

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X