বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সচেতনতা বাড়াতে টিভি স্ক্রলে বার্তা প্রচারের নির্দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সরকার দেশের ৩৫টি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে বিনা খরচে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর জন্য নির্দিষ্ট সময়ে টেলিভিশন স্ক্রলে বার্তা প্রচার করতে সকল চ্যানেলকে অনুরোধ করা হলো।

নির্দেশনায় জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে জনস্বার্থে বিনিয়োগ শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

স্ক্রলে প্রচারিত বার্তাগুলো:

বিনিয়োগে সচেতন হোন—গুজব বা প্রলোভনে বিনিয়োগ না করে, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন

সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.finlitbd.com ও YouTube চ্যানেল

নির্দেশনায় বলা হয়েছে, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও গণঅধিদপ্তরের মহাপরিচালক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

বাংলাদেশ টেলিভিশনসহ ৩৫টি চ্যানেল এই নির্দেশনা অনুসরণ করবে। এর মধ্যে উল্লেখযোগ্য চ্যানেলগুলো হলো এটিএন বাংলা, চ্যানেল আই, একুশে টেলিভিশন, এনটিভি, আরটিভি, বৈশাখী টিভি, বাংলাভিশন, দেশ টেলিভিশন, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টেলিভিশন, বিজয় টিভি, সময় মিডিয়া, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, চ্যানেল-৯, চ্যানেল-২৪, জিটিভি, একাত্তর মিডিয়া, এশিয়ান টিভি, এস এ চ্যানেল, যমুনা টেলিভিশন, দীপ্ত টেলিভিশন, ডিবিসি নিউজ, নিউজ টোয়েন্টিফোর, বাংলা টিভি, দুরন্ত টিভি, নাগরিক টিভি, আনন্দ টিভি, টি-স্পোর্টস, নেক্সস টেলিভিশন, এখন টিভি, গ্লোবাল টিভি এবং চ্যানেল এস।

নির্দেশনায় বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির সুপারিশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন