রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইলেকট্রিক ভেহিকল প্রদর্শনীতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
expand
ইলেকট্রিক ভেহিকল প্রদর্শনীতে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ও ইলেকট্রিক যানবাহনের প্রসারকে আরও গতিশীল করতে অংশ নিয়েছে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস। প্রতিষ্ঠানটি অংশ নিচ্ছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন ২০২৫-এ।

গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় প্রদর্শনীটি। এতে অংশ নিয়ে আকিজ রিনিউয়েবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলস দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির সক্ষমতা তুলে ধরেছে।

এই মেলায় প্রতিষ্ঠানটি প্রদর্শন করছে আধুনিক ও পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিভিন্ন প্রযুক্তি, যার মধ্যে রয়েছে—উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সিস্টেম, চার চাকার ইলেকট্রিক গাড়ি ও ট্রাক, ইভি চার্জিং ও ব্যাটারি সোয়াপিং স্টেশন, তিন চাকার ইলেকট্রিক ট্রাক ও মিশুক, দুই চাকার ইলেকট্রিক বাইক, হোম এনার্জি স্টোরেজ সিস্টেম, সোলার ব্লাইন্ড, সোলার গ্লাস এবং সোলার প্যানেল প্রযুক্তি

প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা সরাসরি আকিজের এসব উদ্ভাবনী প্রযুক্তি অভিজ্ঞতা করতে পারছেন। এতে দেশীয়ভাবে ইলেকট্রিক ভেহিকল ইকোসিস্টেমের উন্নয়ন ও নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আকিজ ভেঞ্চার গ্রুপের এই উদ্যোগকে টেকসই ও স্বনির্ভর ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নবায়নযোগ্য শক্তি, পরিবেশবান্ধব পরিবহন ও সবুজ প্রযুক্তির উন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে বিনিয়োগ করে যাচ্ছে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রযুক্তি-নির্ভর শিল্প বিকাশে আকিজ ভেঞ্চার গ্রুপ ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণ সেই অঙ্গীকারেরই ধারাবাহিকতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন