বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলিবাবা.কম টেক্সটেক এক্সপোতে এসএমই ব্যবসায়ীদের রপ্তানি বৃদ্ধিতে সহায়তা করবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ পিএম
টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো ২০২৫
expand
টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো ২০২৫

বিশ্বের বৃহত্তম বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা.কম ১০ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৪তম টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো ২০২৫-এ অংশগ্রহণ করবে। এক্সপোতে আলিবাবা.কমের স্টল হল-বি, স্টল নং: বিটি১৭ই ও বিটি১৭এফ-এ দর্শকরা তাদের সেবা ও সহায়তা সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

আলিবাবা.কম বিশেষভাবে বাংলাদেশের এসএমই ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিশেষ করে টেক্সটাইল, পাট ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের, আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রির সুযোগ এবং রপ্তানি বৃদ্ধির দিকনির্দেশনা দেওয়ার জন্য এই এক্সপোতে অংশ নিচ্ছে।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত আলিবাবা.কম বিশ্বব্যাপী ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন করে এবং পণ্য সংগ্রহ, সরবরাহকারী যাচাই, অনলাইন অর্ডার, পেমেন্ট, ডেলিভারি এবং বিক্রয়োত্তর সহায়তা প্রদানে এআই-নির্ভর সমাধান সরবরাহ করে।

আলিবাবা.কম-এর হেড অফ গ্লোবাল পটেনশিয়াল কান্ট্রিজ ফনসেল ল্যান বলেন, “বিশ্ব টেক্সটাইল ও হস্তশিল্প বাজারে বাংলাদেশি এসএমইগুলোর বিশাল সম্ভাবনা রয়েছে। এই এক্সপোর মাধ্যমে আমাদের লক্ষ্য স্থানীয় বিক্রেতাদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সংযুক্ত করা এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা ব্যবসা বৃদ্ধি করতে পারে এবং সফলভাবে রপ্তানি করতে পারে।”

টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যশনাল এক্সপো ২০২৫ বাংলাদেশের বৃহত্তম এবং দীর্ঘস্থায়ী প্ল্যাটফর্ম। এখানে সুতা, কাপড়, ট্রিম এবং আনুষাঙ্গিক পণ্যের উদ্ভাবন প্রদর্শিত হয়। দুই দশকেরও বেশি সময় ধরে এটি টেক্সটাইল খাতে নেটওয়ার্কিং, পণ্য সংগ্রহ এবং ব্যবসায়িক উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

এই এক্সপোতে আলিবাবা.কমের স্টলে অংশগ্রহণকারীরা এআই-নির্ভর পণ্য অপ্টিমাইজেশন এবং বিপণন কৌশল সম্পর্কে পরামর্শ পাবেন, যা বাংলাদেশি এসএমই ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে আত্মবিশ্বাসের সঙ্গে প্রবেশ করতে সাহায্য করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন