শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিটি ব্যাংক ইস্যু করবে ১২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
১২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক
expand
১২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিটি ব্যাংক পিএলসি ৮০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছিল।

তবে বর্তমান বাজার পরিস্থিতি ও মূলধন সংক্রান্ত চাহিদার কারণে বন্ডের আকার বৃদ্ধি করে ১২০০ কোটি টাকা করা হয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি মূল্যসংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়েছে।

ব্যাংক সূত্রে জানানো হয়েছে, ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী মূলধন ভিত্তি শক্তিশালী ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বজায় রাখতে বন্ডের অর্থ ব্যবহার করা হবে। এ প্রক্রিয়া কার্যকর করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন প্রয়োজন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) ২ টাকা ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) EPS হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের বছর ছিল ১ টাকা ১৬ পয়সা। ৩০ জুন ২০২৫ পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩৫ টাকা ৬০ পয়সায়।

গত কয়েক বছর ধরে ব্যাংকটির লভ্যাংশ ও EPS এর ধারা: ৩১ ডিসেম্বর ২০২৪: EPS ৭ টাকা ৫৩ পয়সা, নগদ লভ্যাংশ ১২.৫০%, স্টক লভ্যাংশ ১২.৫০%, NAVPS ৩৪ টাকা ৩৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩: EPS ৫ টাকা ২১ পয়সা, নগদ লভ্যাংশ ১৫%, স্টক লভ্যাংশ ১০%, NAVPS ৩১ টাকা ৪২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২: EPS ৩ টাকা ৯৮ পয়সা, নগদ লভ্যাংশ ১০%, স্টক লভ্যাংশ ২%, NAVPS ২৮ টাকা ২১ পয়সা।

১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। ব্যাংকের রিজার্ভে বর্তমানে ২ হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা আছে। মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে শেয়ারের ৩০.৩৬%, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ২০.৯৬%, বিদেশী বিনিয়োগকারীদের ৬.৭৭%, এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪১.৯১% রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন