

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে জটিলতার অবসান হচ্ছে অবশেষে। বাংলাদেশের কাছে বকেয়া থাকা বিল থেকে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ডলার পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গতকাল ১০ নভেম্বর শেষ হয়েছে আদানির আল্টিমেটাম।
বকেয়া ৪৯৬ মিলিয়ন ডলার পরিশোধ না করলে আজ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল কোম্পানিটি। আল্টিমেটাম শেষ হওয়ার পর বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া পরিশোধের সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
ইতোমধ্যেই সংশ্লিষ্ট ব্যাংককে পেমেন্ট দেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পিডিবি। চলতি মাসের মধ্যে কয়েক ধাপে ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করা হবে বলে জানায় বিদ্যুৎ সংস্থাটি। পিডিবি আরও জানায়, আজ বেলা ১১টা নাগাদ আদানি থেকে ৮৫৬ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, নভেম্বর মাসের শুরুতে বকেয়া পেমেন্টের জন্য চিঠি দিয়ে আল্টিমেটাম দেয় আদানি। এতে বকেয়া ৪৯৬ মিলিয়ন ডলার ১০ নভেম্বরের মধ্যে পরিশোধ করতে বলা হয়। চিঠিতে আদানি জানিয়েছিল, পিডিবি বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটি বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার অধিকার পেয়েছে। যদি ১০ নভেম্বরে মধ্যে সব বকেয়া পরিশোধ না করা হয়, তাহলে ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করা ছাড়া তাদের আর কোনও বিকল্প থাকবে না।
তবে জানা যায়, বকেয়ার পরিমাণ নিয়ে বাংলাদেশ এবং আদানির মধ্যে মতপার্থক্য রয়েছে। আদানি ৪৯৬ মিলিয়ন ডলার বকেয়া দাবি করলেও বাংলাদেশ বলছে ২৬২ মিলিয়ন ডলার। এরমধ্যে কয়লার দাম এবং বিলম্ব জরিমানা ইস্যু জড়িত।
প্রসঙ্গত, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গ্রুপের ওই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। ২০২৩ সালের মার্চ মাসে আদানির বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং জুন মাস থেকে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে পিডিবি। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্রটি থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনে নেবে পিডিবি। বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নির্মাণ করা হয়। তবে গত বছর ভারতেও সরবরাহের বিকল্প তৈরি করা হয়েছে।
মন্তব্য করুন