রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংক চায় খেলাপি ঋণ বাড়ুক : মোহাম্মদ হাতেম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম
expand
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের নীতির কারণে দেশে খেলাপি ঋণ দ্রুত বাড়ছে।

তিনি বলেন, যারা ব্যবসায়িক সহায়তার প্রাপ্য, তাদেরকে প্রয়োজনীয় সুবিধা না দিয়ে বরং বিভিন্ন সহায়তা প্রত্যাহার করা হচ্ছে।

এর ফলে ঋণ পরিশোধে অসুবিধা তৈরি হচ্ছে এবং খেলাপি ঋণ বৃদ্ধি পাচ্ছে।

গতকাল তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, "বাংলাদেশ ব্যাংক আগে কিছু খেলাপি গ্রাহকের জন্য নীতি-ভিত্তিক সহায়তার ব্যবস্থা করলেও তা খুব সীমিত প্রতিষ্ঠানেই প্রযোজ্য ছিল।

পরে এই সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয় অথবা ব্যাংকের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়।

এখন ব্যাংকগুলো পুনঃতফসিল দিতে আগ্রহী নয়। তখন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো কীভাবে কার্যক্রম চালাবে?"

হাতেম আরও বলেন, "যদি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা চালিয়ে যেতে না পারে, তাহলে স্বাভাবিকভাবেই ঋণ পরিশোধ অসম্ভব হয়ে পড়ে।" তিনি অভিযোগ করেন, ব্যাংকগুলো বর্তমানে ১৫-১৬ শতাংশ পর্যন্ত সুদ ধার্য করছে।

অনেক প্রতিষ্ঠান নিয়মিত কিস্তি দিলেও, দিনের শেষে দেখা যায় মূল ঋণ কমছে না, ব্যাংক শুধু সুদের অংশ গ্রহণ করছে।

তিনি সতর্ক করে বলেন, "এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, খেলাপি ঋণ আরও বেড়ে যাবে। এবং মূলত এর পেছনে দায়ভার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নীতি।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X