মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৯ পিএম
expand
ডিবিএ পরিচালনা পর্ষদ নির্বাচনে ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ব্র‍্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সাইফুল ইসলাম। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রেসিডেন্ট ছাড়াও ১ জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ১ জন ভাইস প্রেসিডেন্ট এবং ১২ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা আগামী দুই বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএর নেতৃত্ব দেবেন।

ডিবিএ নির্বাচনে নির্বাচিতরা হলেন সাইফুল ইসলাম (পরিচালক, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড)। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান (ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড) ভাইস প্রেসিডেন্ট মো. নাফিজ-আল-তারিক (ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড)।

পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এম. রাফিউজ্জামান বোখারী, ব্যবস্থাপনা পরিচালক, এবি অ্যান্ড কোম্পানি লিমিটেড, ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, ব্যবস্থাপনা পরিচালক, এস সি এল সিকিউরিটিজ লিমিটেড, মো. নাদিম, ব্যবস্থাপনা পরিচালক, আর. এন. ট্রেডিং লিমিটেড, আহমেদ কবির মজুমদার, ব্যবস্থাপনা পরিচালক, আজম সিকিউরিটিজ লিমিটেড, আর. ওয়াই. শমসের, ব্যবস্থাপনা পরিচালক, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেড, আমিনুল ইসলাম, সিইও, ওয়ান সিকিউরিটিজ লিমিটেড, আলহাজ্বা নাহিদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেড, নাঈম মো. কাইয়ুম, ব্যবস্থাপনা পরিচালক, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেড, মোহাম্মদ ইব্রাহিম, ব্যবস্থাপনা পরিচালক, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ডা. ওসমান গনি চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এক্সপো ট্রেডার্স লিমিটেড, খন্দকার শফিকুর রহিম, ব্যবস্থাপনা পরিচালক, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেড ও শরীফ আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, এসএআর সিকিউরিটিজ লিমিটেড।

ডিবিএ সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষিত হয় গত ২৮ আগস্ট। তফসিল অনুযায়ী ১৯ অক্টোবর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন এবং পরিচালক পদে ১২ জনসহ মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১ নভেম্বর নির্বাচন বোর্ড ১৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে। ৩ নভেম্বর ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় এবং বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায়, বাণিজ্য সংগঠন বিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচন বোর্ড তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ফলে ভোটগ্রহণের আর প্রয়োজন হয়নি। নির্বাচিত সদস্যরা ডিবিএর আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন