সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পিএম
অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার
expand
অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ডলার

বিদায়ী অক্টোবর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহে ইতিবাচক গতি দেখা গেছে। ওই মাসে দেশে ২৫৬ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ১৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গড় হিসেবে প্রতিদিন দেশে এসেছে ৮ কোটি ২৭ লাখ ডলার রেমিট্যান্স।

রোববার (২ নভেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের ৩১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৪৭ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ২ লাখ ডলার, এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৩ কোটি ৮৬ লাখ ডলার। এছাড়া বিদেশি ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে আরও ৬৬ লাখ ৭০ হাজার ডলার।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন উৎসব মৌসুম ও প্রবাসীদের আনুষ্ঠানিক চ্যানেলে অর্থ প্রেরণে সরকারের বিভিন্ন প্রণোদনা নীতির ফলে রেমিট্যান্স প্রবাহে এ উত্থান দেখা যাচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। তারও আগে গত আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং গত জুলাইয়ে দেশে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। এই অংক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন