শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৮ পিএম
দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার
expand
দেশে রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য বৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ হাজার ১৭৮ মিলিয়ন বা ৩২ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলার।

সোমবার (২৭ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ এখন ২৭ হাজার ৩৭৬ দশমিক ৫৯ মিলিয়ন ডলার।

এর আগে ২১ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩২ হাজার ১০৭ দশমিক ৯১ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ দাঁড়ায় ২৭ হাজার ৩৫০ দশমিক ৯৩ মিলিয়ন ডলারে।

বিশ্লেষকরা জানান, রিজার্ভ বৃদ্ধির এই প্রবণতা রপ্তানি আয় ও প্রবাসী আয় বৃদ্ধির ইতিবাচক প্রভাবের ফলাফল হতে পারে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ মানদণ্ড অনুসারে ‘নিট রিজার্ভ’ গণনায় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় ও অগ্রিম প্রদানের অর্থ বাদ দেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন