

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই দেশে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। টাকায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, গত বছরের একই সময় অর্থাৎ অক্টোবরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। তুলনামূলকভাবে এ বছর প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের (২০২৪-২৫) ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৯৫০ কোটি ৭০ লাখ ডলার।
গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের পাঠানো এই আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্তব্য করুন
