শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সোনার দামে নতুন রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
expand
সোনার দামে নতুন রেকর্ড

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৪১৫ টাকা বেড়ে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার কারণে এই মূল্য পরিবর্তন আনা হয়েছে। নতুন দাম মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

এর আগে ২৪ সেপ্টেম্বরও সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা। ২৮ সেপ্টেম্বর কিছুটা দাম কমানো হলেও এখন আবার বৃদ্ধি করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী:

২২ ক্যারেটের এক ভরি: ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা (বৃদ্ধি ২,৪১৫ টাকা), ২১ ক্যারেটের এক ভরি: ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা (বৃদ্ধি ২,২৯৮ টাকা), ১৮ ক্যারেটের এক ভরি: ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা (বৃদ্ধি ১,৯৭১ টাকা), সনাতন পদ্ধতির এক ভরি: ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা (বৃদ্ধি ১,৬৮০ টাকা)

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন