

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)-তে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে অনুষ্ঠিত হলো “পিঠা উৎসব ২০২৬” ।
বুধবার সকালে আইএসইউ কালচারাল ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।
উপাচার্য বলেন, আমাদের পারিবারিক ও সামাজিকভাবে পিঠার গুরুত্ব অপরিসীম। পিঠা উৎসব শুধু খাবারের আয়োজন নয়, এটি আমাদের বাঙালি সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনকে আরও প্রাণবন্ত করে তোলে।
উৎসবে ছিল বিভিন্ন ধরনের দেশীয় পিঠা যেমন- ভাপা, নারিকেল দুধ–পুলি, নারিকেল পুলি, পাটিসাপটা, আনারকলি, দুধসাগর এবং চিতই পিঠার সমাহার। পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সাজসজ্জা ও ঐতিহ্যবাহী বাঙালি আবহ। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে আইএসইউ ক্যাম্পাস পরিণত হয় এক টুকরো গ্রামবাংলার উৎসবমুখর পরিবেশে।
উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের উপস্থিতিতে আইএসইউ কালচারাল ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালু রাখার পরিকল্পনা রয়েছে।
পিঠা উৎসবে আরও উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ আবুল কাসেম, রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিকসহ বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কমকর্তা ও শিক্ষার্থীরা।
মন্তব্য করুন

