শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের স্বর্ণবাজারে আবারও দাম বাড়ানো হয়েছে। নতুন সমন্বয়ে সর্বোচ্চ মানের ২২ ক্যারেট এক ভরি সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এর আগে কখনো এক ভরি সোনার দাম ১ লাখ ৯০ হাজার টাকাও ছাড়ায়নি।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা কাঁচা সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন