

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য ভারতের রাষ্ট্রায়ত্ত নুমালীগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব উত্থাপন করে। পর্যালোচনা শেষে উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়।
জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৬ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের জন্য মেয়াদি চুক্তির আওতায় নুমালীগড় রিফাইনারির সঙ্গে দরকষাকষির মাধ্যমে মূল্য নির্ধারণ করে ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।
চুক্তি অনুযায়ী, ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করা হবে ১১ কোটি ৯১ লাখ ৩৩ হাজার ২১৬ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা। এতে প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে ৫.৫০ মার্কিন ডলার এবং রেফারেন্স মূল্য ধরা হয়েছে ৮৩.২২ মার্কিন ডলার।
জানা যায়, ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ২০১৬ সাল থেকে বাংলাদেশ ভারত থেকে ডিজেল আমদানি করছে। ২০২৩ সালের ১৮ মার্চ থেকে ইন্ডিয়া–বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নুমালীগড় রিফাইনারি থেকে দেশে ডিজেল আনা হচ্ছে।
এদিকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ থাকার প্রেক্ষাপটে ভারত থেকে ডিজেল আমদানির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নুমালীগড় রিফাইনারির সঙ্গে ডিজেল আমদানির চুক্তিটি ১৫ বছর মেয়াদি এবং এটি বর্তমান সরকার নয়, আগেই করা চুক্তি। সেই চুক্তির আওতাতেই ডিজেল আমদানি অব্যাহত রাখা হচ্ছে।
মন্তব্য করুন

