

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকার দেশের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—সব ধরনের জ্বালানির দাম কমছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে নতুন এই মূল্য কার্যকর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, জানুয়ারি মাসের জন্য নির্ধারিত নতুন হিসাব অনুযায়ী ডিজেলের লিটারপ্রতি দাম ১০৪ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১০২ টাকা।
একইভাবে অকটেনের দাম ১২৪ টাকা থেকে কমে ১২২ টাকা এবং পেট্রলের দাম ১২০ টাকা থেকে কমে হয়েছে ১১৮ টাকা। এ ছাড়া কেরোসিনের দাম প্রতি লিটারে ১১৬ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১১৪ টাকায়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুসরণ করেই তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
