বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শীতের শুরুতেই ঘন কুয়াসাচ্ছন্ন উত্তরের জেলা ঠাকুরগাঁও 

মো. মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১১:২৯ এএম
ঠাকুরগাঁওয়ে শীতের শুরুতেই দেখা মিলেছে ঘনকুয়াশা
expand
ঠাকুরগাঁওয়ে শীতের শুরুতেই দেখা মিলেছে ঘনকুয়াশা

কাক ডাকা ভোরের কুয়াশা আর শীতল বাতাসের মাঝে উঁকি দেয়া সূর্য জানান দিচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীত আগমনের বার্তা।

ভৌগোলিক অবস্থান আর ঋতু বৈচিত্র্যের কারণে বরবরই হিমালয়ের কোল ঘেঁষা এ জেলায় আগাম শীত অনুভূত হয়। ধানের শীষে শিশির ফোটা আর মুক্ত দানার মত দূর্বাঘাসে শিশির বিন্দুতে পায়ের পরশ পড়তেই বোঝা যায় শীতের ছোঁয়া।

প্রতিবার আগাম শীত এলেও এবারে ঠাকুরগাঁওয়ে শীতের শুরুতেই দেখা মিলেছে ঘনকুয়াশার। মধ্য রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ছেয়ে থাকে চারিপাশ। এবার শীতের শুরুতেই এ জেলার মানুষ শীতের পোশাক পরতে দেখা গেছে। শেই সাথে কাঁথা, কম্বল, লেপ, মুরি দিয়ে ঘুমাতে হচ্ছে।

সকালে হাটতে আসা হাবিব বলেন, এবার হুট করেই শীত এসেছে এবং প্রচুর পরিমানে শীত অনুভূত হচ্ছে। সেই সাথে ঘনকুয়াশাও দেখা দিচ্ছে। এবারে মনে হচ্ছে প্রচুর শীত পরবে। সকালেও বৃষ্টির মত করে কুয়াশা ঝরছে।

মাঠে কাজ করা কৃষক বাবুল হাসান বলেন, কয়েকদিন ধরে প্রচুর শীত করছে। ভোরে মাঠে কাজ করতে আসলে হাত-পা কাপছে। এবার মনে হচ্ছে শীতের দাপট একটু বেশিই হবে।

এক পথচারী সহেল রানা বলেন, রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত ঘনকুয়াশায় ছেয়ে থাকছে চারিপাশ। শীতের পোশাক ছারা বের হওয়া যায়না এবং বাইকের হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে সকালেও।

তিনি আরো বলেন, সরকারের কাছে আবের পথশিশু বা ছিন্নমূল মানুষের জন্য যাতে এবার শীত নিবারনের জন্য সরকার ব্যবস্থা নেন।

এবারের শীতেও প্রস্তুতি রয়েছে জানিয়ে ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, সরকারের বরাদ্দ অনুযায়ী আমরা চেষ্টা করবো। এবং বিভিন্ন সংস্থা, এনজিওসহ অনেক সংগঠন বা বৃত্তবান ব্যক্তিরাও আমাদের অনুদান দিয়ে থাকে, যা থেকে আমরা চেষ্টা করি অসহায় মানুষের শীত নিবারনের।

ভোরে কুয়াশাচ্ছন্ন আকাশে মিষ্টি রোদের আভা আর শীতল বাতাসের ছোঁয়া জানান দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমন। আর বাজারেও উঠতে শুরু করেছে নানান জাতের শীতকালীন সবজি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন