

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকে দাঁড়িপাল্লা চেনেনা, তবে দাঁড়িপাল্লা বহু পুরনো দল। অনেক আগে থেকে রাজনীতি করে, করে আসছে।
তবে আমাদের কষ্ট অন্য জায়গায়। আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ করেছি। সে সময় আমাদের অনেক মানুষকে হত্যা করা হয়েছিল।
মা-বোনদের সম্পদ নিয়েছে, ইজ্জত নিয়েছে। আর বাংলাদেশকে ওরা মানতে চায়নি। তাহলে আমরা ওই মানুষগুলোকে কি করে ভোট দিব। যে মানুষগুলো আমার দেশটাকেই বিশ্বাস করে নাই। শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও চাইনি। যখন পাকিস্তান হয় তখন তারা সেটারও বিরোধিতা করেছিল।
শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও-১ আসনে নিমবাড়ি এলাকায় এক নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সে সময়ে মৌদুদী সাহেব ইসলামের নতুন থিউড়ি বের করেছিল। যেটা আমাদের ইসলাম ধর্মের কেউ মানে না। এটা উনি ইসলাম ধর্মের বাইরে গিয়ে কাজ করেছিল। সুতরাং আমরা সেই দলকে কখনোই মেনে নিতে পারি না। যারা আমাদের ধর্মের বিরুদ্ধে কাজ করেছে। দেশের বিরুদ্ধে কাজ করেছে।
আমার দেশের মানুষের গণহত্যার বিষয়ে সহযোগিতা করেছে। তাদেরকে আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা তাদেরকেই সমর্থন দিব যারা আমাদের ন্যায়ের জন্য কাজ করবে। যারা দেশের কাজ করবে। যারা কাজ করে তাদেরকেই আমাদের ভোট দেয়া উচিত। যাদেরকে বিশ্বাস করা যায়, যারা আমানতকে খেয়ানত করবে না, এ সকল মানুষকে আপনাদের ভোট দেয়া উচিত।
এ সময় ফ্যামিলি কার্ড দেখিয়ে মির্জা ফখরুল বলেন, এই কার্ডটি বাড়ির প্রধান যে মহিলা সে পাবে। এই কার্ড পেলে উনি এটা দিয়ে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবন সহ অন্যান্য প্রয়োজনীয় নিত্যপণ্য তিনি ক্রয় করতে পারবেন।
আর বাচ্চা বা নিজেদের অসুখ হলে সবার আগে তিনি সুবিধা পাবেন এবং স্কুলে বাচ্চাকে ভর্তি করানোর জন্য সুবিধা পাবে। তাই এই ফ্যামিলি কার্ড আমাদের মা-বোনদের জন্য একটি অস্ত্র। জীবনের শেষ নির্বাচনে ধানের শীষের পক্ষে নিজের ভোট চান তিনি।
মন্তব্য করুন
