

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বহুবার জেলে গেছি। আওয়ামী লীগের নেতারা জমি দখলসহ নানা অন্যায় করেছে। তা আমরা করতে চাইনা। পরিস্কার করে বলতে চাই বিএনপির কোন লোক এধরনের কর্মকান্ডে জড়িত হলে জানাবেন সাথে সাথে ব্যবস্থা নিবো। আওয়ামী লীগ যে কাজ করেছে আমরা তা করতে দেবো না।
রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁও সদরের সালান্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদ্রাশা মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকে নির্বাচনে একটি অসুবিধা হচ্ছে। আগে নির্বাচন করেছি নৌকা ও ধানের শীষ। নৌকাকে চেনা যেতো। এখন আসছে দাঁড়িপাল্লা আমরা চিনি না। যদিও পুরাতন দল।
সমস্যা হচ্ছে জায়ামাতের সাথে বিএনপির পার্থক্য আছে। আমাদের পরিকল্পনা হলো দেশটাকে উন্নত করার। বিএনপি পরিক্ষিৎ দল। পাঁচবার সরকার চালিয়েছে। এবং সুনামের সাথে চালিয়েছে। সে কারনেই জিয়াউর রহমানের কথা এখনো ভাল বলেন।
এর পরে চেড়াডাঙ্গী ঈদগাহ ময়দানে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আরেকটা মার্কা আছে দাঁড়িপাল্লা। ৭১ সালে জামায়াত পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলো। আমাদের মা-বোনদের তাদের হাতে তুলে দিয়েছিলো। তাই আপনারাই ঠিক করবেন কাদের ভোট দেবেন।
এসময় এবারে জীবনের শেষ নির্বাচন বলে সকলের কাছে ভোট পার্থনা করেন মির্জা ফখরুল।
মন্তব্য করুন
