

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সকাল থেকে রিকশা চালিয়ে সারাদিনের উপার্জন করা কষ্টের টাকা এক ছোবলে নিয়ে পালিয়েছে এক ছিনতাইকারী।
বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার কলাবাগান নামক স্থানে ঘটে এ ঘটনা।
সারাদিনের উপার্জন হারিয়ে দিশেহারা বৃদ্ধ রিকশা চালক মো. উসমান (৫২) সদর উপজেলার গরেয়া পলাশবাড়ি এলাকার বাসিন্দা।
সকাল থেকে রিকশা চালিয়ে যা টাকা আয় হয়েছিল তা সহ আর কিছু টাকা হলে বাজার করে ঘরে ফিরবেন এমনটাই বলছিলেন বৃদ্ধ রিকশা চালক উসমান। তিনি ঘরে ফিরলেন ঠিকই কিন্তু সারাদিনের উপার্জনের টাকা নিয়ে আর ফিরতে পারলেন না। ফিরলেন অসহায় হয়ে।
রিকশা চালক উসমান জানান, ঠাকুরগাঁও সদর হাসপাতালের সামনে থেকে এক যুবক শহরের কালিতলা নামক স্থানে যাওয়ার কথা বলে রিকশায় উঠে। এরপর রিকশা নিয়ে কালিতলা নামক স্থানে গেলে ওই যুবক তার কাছে খুচরা নেই একথা বলে রিকশা চালকের কাছে ১৩০ টাকা নিয়ে পাশের এক দোকানে যায়।
এরপর ফিরে এসে রিকশা নিয়ে কলাবাগান নামক স্থানে নেমে ওই রিকশা চালকের হাতে থাকা সারাদিনের উপার্জন নিয়ে দৌড়ে পালায় ওই যুবক। রিকশা চালক বৃদ্ধ হওয়ায় তার সাথে দৌড়ে পারেনি সে এবং আশপাশে ফাঁকা হওয়ায় সহজেই টাকা নিয়ে পালায় ওই ছিনতাইকারী।
আইনশৃঙ্খলার অবনতির কারণেই এমন ঘটনা বার বার ঘটছে বলে মনে করেন জেলার সংবাদ কর্মীরা। তারা প্রশাসনের সঠিক নজরদারি থাকলে এ ধরনের ঘটনা ঘোটতো না। আমি মনে করি পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রশাসনের আরো নজরদারি বাড়ানোর প্রয়োজন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, এমন ঘটনা এখনো শুনিনি এবং কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
