

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীকে বিভিন্ন দলের পদচারণায় শ্রদ্ধায় পালন করা হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান ও সাংবাদিকদের সাথে কথা বলেন।
এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানী প্রথম বাংলাদেশের বিরোধী দল গঠন করেছিলেন, তিনি ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪ বছরে এমন কোন আন্দোলন নাই যে সক্রিয় ছিলো না। শেখ হাসিনার রায়ে আজ দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে।
বিচারের মধ্যদিয়ে যে রায় ঘোষনা হবে তা আমরা দেখতে চাই। রায়টি হত্যাকারীরা কিভাবে নেয় আর দেশের মানুষ কিভাবে নেয়। আজকের দিনটা খুনি, গনহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এতো স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি।
বিচ্ছিন্ন ঘটনা যদি কোন জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গনতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে, শেখ হাসিনার নির্দেশেই দেশের জনগণকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশা রাখি। হাসিনার নির্দেশেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজকে তার বিরুদ্ধে রায় হলে আমরা আমাদের প্রতিক্রীয়া জানাবো।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুর বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সকল আসামির ফাঁসির রায় ঘোষণার দাবি করছি।এই রায়ের মাধ্যমে স্বৈরাচারের পতন হবে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়কারী জোনায়েদ সাকী বলেছেন,শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানের বিচারকার্য সম্পূর্ণ হচ্ছে- সেই বিচারে যে রায় ঘোষণা হবে তারমধ্যে দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে৷
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,গণভোট ও নির্বাচন একই দিনে ঘোষনা করায় সরকারকে সাধুবাদ জানাই। আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি,জামায়াত,গণঅধিকার পরিষদ,গণসংহতি আন্দোলন সহ ভাসানীর অনুসারী ও পরিবারের লোকজন বিনম্র শ্রদ্ধায় স্বরণ করেন তাকে।
সবার একটি দাবী সরকার যেন প্রতিবছর এই দিনটিকে সরকারি ব্যবস্থাপনায় উদযাপন করে সে ব্যপারে অনুরোধ জানান।
মন্তব্য করুন