

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সখীপুরে তিন শতাধিক মসজিদে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল।
শনিবার বিকেলে সখীপুর পি এম গভর্নমেন্ট পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল।
সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মো. হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাসেলের মাতা সালমা বেগম, বাসাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহিদুল ইসলাম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক আল আজাদসহ অন্যান্য বক্তারা।
আলোচনা সভা শেষে তিন শতাধিক মসজিদে প্রতিটি মসজিদের অনুকূলে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন লাবীব গ্রুপের চেয়ারম্যান।
এ সময় এলাকার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিআইপি সালাহ উদ্দিন আলমগীর রাসেল বলেন,আমি দীর্ঘদিন এলাকার মানুষের পাশে ছিলাম, এখনো আছি। মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা যদি আমাকে চান, তবেই আমি নির্বাচনে আসব।
মন্তব্য করুন