শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটাইলে বিএনপির দুই পক্ষের বিপ্লব ও সংহতি দিবস পালন

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম
বিএনপির র‍্যালি
expand
বিএনপির র‍্যালি

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত “বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বিএনপির দুই পক্ষ। এতে ঘাটাইল উপজেলা জুড়ে দলীয় বিভাজনের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠেছে।

জানা গেছে, বিকালে উপজেলা বিএনপির একাংশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস. এম. ওয়াবদুল হক নাসিরের নেতৃত্বে উপজেলার ঘাটাইল গণ পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে একটি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র‌্যালিটি স্কুল মাঠ থেকে শুরু করে ঘাটাইল বাসস্ট্যান্ড সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মাঠে এসে শেষ হয়।

অন্যদিকে, সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লুৎফর রহমান আজাদের সমর্থক নেতাকর্মীরাও আলাদা কর্মসূচি পালন করেন। তারা বিকাল ৪টায় ঘাটাইল জিবিজি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এরপর কলেজ মাঠে সমাবেশ করে।

এস. এম. ওয়াবদুল হক নাসির তার বক্তব্যে বলেন, বিপ্লব ও সংহতি দিবস আমাদের দলের ঐক্যের প্রতীক। আজকে যারা বিভাজন সৃষ্টি করছে, তারা বিএনপির শত্রুদের স্বার্থে কাজ করছে। আমরা কেন্দ্রের সিদ্ধান্তেই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকব।

অন্যদিকে, লুৎফর রহমান আজাদ তার সমর্থকদের উদ্দেশে বলেন, বিপ্লব ও সংহতির চেতনা মানে গণতন্ত্র ও ত্যাগের মূল্যবোধকে প্রতিষ্ঠা করা। যারা ত্যাগী কর্মীদের বাদ দিয়ে হঠাৎ করে মনোনয়ন নেয়, তারা সংহতির বার্তা ভুলে গেছে।

এসময় তৃণমূল নেতারা বলেন, দুই পক্ষ আলাদা কর্মসূচি করায় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে। কেন্দ্রীয় নেতারা দ্রুত হস্তক্ষেপ না করলে ঘাটাইলের বিএনপি আরও দুর্বল হবে।

এছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক নেতা বলেন, তারা ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চান যেখানে মাঠের কর্মীর মর্যাদা থাকবে, দলীয় শৃঙ্খলা বজায় থাকবে।

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর রয়েছে বলে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন