বৃহস্পতিবার
০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইল-২ আসনে ‘ট্রাক’ প্রতীকে লড়ছেন কোটা আন্দোলনের নেতা শাকিল উজ্জামান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম
টাঙ্গাইল-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নেতা শাকিল উজ্জামান
expand
টাঙ্গাইল-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নেতা শাকিল উজ্জামান

আসন্ন সংসদ নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর (টাঙ্গাইল-২) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা শাকিল উজ্জামান। 'তরুণ নেতৃত্ব ও দেশ গড়ার স্বপ্ন' নিয়ে তিনি গণঅধিকার পরিষদের ‘ট্রাক’ প্রতীকে দলের মনোনয়ন পেয়েছেন।

​শাকিল উজ্জামানের রাজনৈতিক পরিচিতি গড়ে ওঠে ২০১৮ সালের বহুল আলোচিত কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। সে সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের আহ্বায়ক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং "ছাত্র অধিকার পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়" এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন। পরবর্তীতে, "গণঅধিকার পরিষদ" গঠিত হলে শাকিল দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসছেন।

​রাজনৈতিক জীবনে শাকিল বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছেন বলে জানা যায়। ২০২১ সালে তিনি র‍্যাব কর্তৃক গুম হন এবং 'আয়না ঘর' নামে পরিচিত নির্যাতন কেন্দ্রে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর মুক্তি পেলেও তিনি গুম-খুন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর পাশাপাশি তিনি প্রবাসীদের অধিকার আদায়ে দীর্ঘ দিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সম্মুখ সারির নেতা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন।

​শাকিল উজ্জামান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের সন্তান। তিনি হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং হেমনগর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীকালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

​বর্তমানে শাকিল গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের পাশাপাশি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন