

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে একই সময়ে একই স্থানে ৩ সংগঠনের সমাবেশ আয়োজনের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন।
শনিবার (১ নভেম্বর) সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উল্লেখিত স্থানে কোন প্রকার গণসংযোগ মিছিল, সভা সমাবেশ, শ্লোগান, শোভাযাত্রা, পিকেটিং, অস্ত্র-সস্ত্র বিস্ফোরক দ্রব্য পরিবহনের ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন রয়েছে।
১ নভেম্বর শনিবার মুক্তিযোদ্ধাকালীন কোম্পানি কমান্ডার ফজলুল হক উপজেলা স্টেডিয়ামে সমাবেশের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেন একই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের দেলদুয়ার উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দিনব্যাপী মতবিনিময় সভার অনুমতি চান, পাশাপাশি দেলদুয়ার সদব ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ ওয়াহেদুল্লাহ মিয়া মাদক বিরোধী মতবিনিময় সভার অনুমতি চেয়েও আবেদন করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জোহরা সুলতানা যূথী জানান, একই স্থানে একাধিক সংগঠন সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করলে বিশৃঙ্খলা এড়াতে জনগণের জানমাল রক্ষার্থে উক্ত স্থানে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মন্তব্য করুন