শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভূঞাপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ পিএম
expand
ভূঞাপুরে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার লোকমান ফকির মহিলা কলেজের সামনে একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নগদ এক লাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার মেশিনও জব্দ করা হয়।

আটকরা হলেন গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) ও তার স্ত্রী তানিয়া (৩০)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি ভূঞাপুরে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন, “আটক স্বামী-স্ত্রী স্থানীয়ভাবে মাদক সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন