

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার লোকমান ফকির মহিলা কলেজের সামনে একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় নগদ এক লাখ ২৬ হাজার টাকা ও গাঁজা মাপার মেশিনও জব্দ করা হয়।
আটকরা হলেন গোপালপুর উপজেলার নারুচী গ্রামের খন্দকার ছাত্তারের ছেলে খন্দকার সুরুজ (৩২) ও তার স্ত্রী তানিয়া (৩০)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি ভূঞাপুরে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম বলেন, “আটক স্বামী-স্ত্রী স্থানীয়ভাবে মাদক সরবরাহ করছিলেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।”
মন্তব্য করুন

