শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঘাটাইলের রুমি আক্তার এখন রাফি আহমেদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
expand
ঘাটাইলের রুমি আক্তার এখন রাফি আহমেদ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মোতাজুড়ি পোড়াবাসা খানমোড় গ্রামে এক কিশোরীর লিঙ্গ পরিবর্তনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রফিকুল ইসলাম ও হাজেরা বেগমের মেয়ে রুমি আক্তার (১৮) এখন পরিচিত হচ্ছেন রাফি আহমেদ নিলয় নামে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রুমি আক্তার স্থানীয় দারোগালী সুন্দইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি দুই ভাইবোনের ছোট। প্রায় এক বছর আগে তার শরীরে ছেলেদের মতো পরিবর্তন দেখা দিতে শুরু করে। এ সময় বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসলেও তিনি অস্বীকৃতি জানান। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয় এবং প্রতিবেশীরা কৌতূহলবশত তার বাড়িতে ভিড় জমায়। পরে পরিবার তাকে অন্যত্র সরিয়ে নেয়।

ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক হেলাল উদ্দিনও রুপান্তরের তথ্য নিশ্চিত করেছেন।

রুপান্তরিত রাফি আহমেদ বলেন, “আমার শরীরে অনেক দিন ধরেই পরিবর্তন হচ্ছিল। চিকিৎসকের পরামর্শে নিশ্চিত হওয়া গেছে আমি এখন ছেলে। তাই আমার নতুন নাম রাখা হয়েছে রাফি আহমেদ নিলয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন