

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল-২ সংসদীয় আসনে ভোটারদেরকে নগদ টাকা দেওয়ার অভিযোগ উঠেছে জামায়ােত ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এরকম একটি ভিডিও আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দেখা যায়। সেখানে জামায়াত কর্মীর পিছনে বিএনপি সমর্থিত কিছু লোকজন ও সাধারণ মানুষজন টাকা হাতে নিয়ে ছুটছেন আর বলছেন জামায়াতের নেতারা ভোটের জন্য আমাদেরকে টাকা দিচ্ছেন।
পরে এ বিষয়ে বিকেল ৩টায় ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ( গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীর।
এসময় মাওলানা হুমায়ুন কবীর বলেন- আমার দলের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ভোট চাইতে গেলে বাধা ও হামলার শিকার হচ্ছে। জগৎপুরা এলাকায় আমার কর্মীরা ভোট চাইতে গলে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এসময় আমার চারজন নেতাকর্মী আহত হন। এছাড়াও গোপালপুরে আমাদের নারী কর্মীদেরকে শারিরীকভাবে আগাত করা হয়েছে। প্রতিনিয়তই আমরা বাধার সম্মুখীন হচ্ছি।
তিনি আরও বলেন- আজকে আমাদের বিরুদ্ধে ভোটারদেরকে নগদ টাকা দেওয়ার অভিযোগ তুলেছে বিএনপির নেতাকর্মীরা। যেটা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। ভিডিওতে দেখা গেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিজের পকেট থেকে টাকা বের করে তাদের সমর্থকদের হাতে দিচ্ছে আরে বলছে জামায়াতের লোকেরা টাকা দিয়ে ভোট চাচ্ছে। তাদের কাছে এটা আমরা কখনো কাম্য করিনি। আমরা বিষয়গুলো প্রশাসনকে অবগত করেছি এবং আহত কর্মীরা থানার একটি অভিযোগ দায়ের করছে। নির্বাচনী প্রচারণা আর যেন বাধা সৃষ্টি না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সংবাদ সম্মেলন শেষে বিকেলে জামায়াতের নেতাকর্মীরা হামলাকারীদের শাস্তির দাবিতে ভূঞাপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
মন্তব্য করুন
