

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবৈধ প্রক্রিয়ায় জিরা উৎপাদন ও প্রক্রিয়াকরণের দায়ে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে অবস্থিত জিরা ব্যবসায়ী সেলিম এন্টারপ্রাইজকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তর।
পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।
অভিযানের সময় তিনি বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অবৈধভাবে খাদ্যপণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া অনলাইনে প্রতারণার অভিযোগে টাঙ্গাইল শহরের মসজিদ রোডে অবস্থিত ‘শাড়ি গলি’ ও ‘শাড়ি লেন’ নামের ফেসবুক পেজের মাধ্যমে পরিচালিত একটি শো-রুম সিলগালা করা হয়। অভিযোগ রয়েছে, এসব পেজ ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভোক্তাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন
