

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সিরাজদীখানে এবার একটি ছাগলের সিজারের (অস্ত্রোপচার) মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়েছে। সিজারে একটি মৃত ছাগল ছানা প্রসব হয়। তবে মা ছাগল সুস্থ আছে।
সোমবার (২২ ডিসেম্বর) সিরাজদীখান উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে এ সিজার করা হয়।
ছাগলের মালিক ওই উপজেলার বালুচর ইউনিয়নের মধ্যনগর গ্রামের মো. হৃদয়।
তিনি বলেন, তিন দিন আগে আমার ছাগলটির সন্তান প্রসবের কথা ছিল। কিন্তু সময়মতো প্রসব না হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি।
পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে গেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানার নেতৃত্বে সিজার করে আমার মা ছাগলটিকে রক্ষা করেন।
এখন ছাগলটি সুস্থ আছে। এতে সহযোগিতা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. গোলাম রব্বানী রাসেল, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রশীদ মিয়াজী ও কম্পাউন্ডার আব্দুল ওয়াকিল আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা বলেন, উপজেলায় এ ধরনের অস্ত্রোপচার এই প্রথম।
এতে স্থানীয় খামারিদের মধ্যে প্রাণিসম্পদ বিভাগের প্রতি আস্থা আরও বেড়েছে। ভবিষ্যতে জটিল প্রসবজনিত সমস্যায় আক্রান্ত গবাদিপশুর চিকিৎসায় এ সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন

