

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে প্রায় দেড় ঘন্টাব্যাপী এ মিছিলে অন্তত ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।
গোড়াই ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত গণমিছিলটি বিকেলে গোড়াই এলাকার টাঙ্গাইল কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রনারচালা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের স্কয়ার গেট, ক্যাডেট কলেজ এলাকা প্রদক্ষিণ শেষে গোড়াই উড়াল সেতুর নিচে গিয়ে সমাপ্ত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এসময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
