মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশপন্থী সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায়: সাদিক কায়েম

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
ডাকসুর ভিপি সাদিক কায়েম
expand
ডাকসুর ভিপি সাদিক কায়েম

নির্বাচন নির্ধারিত সময়েই হবে। বাংলাদেশপন্থী সবাই একটি নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকালে সুনামগঞ্জের দিরাইয়ে জামায়েত সমর্থিত প্রার্থী শিশির মনিরের আয়োজনে যুব গণসমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ, গন হত্যার বিচারসহ একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি ছিলো। তাই নির্ধারিত সময়ে একটি ফ্রী ফেয়ার নির্বাচন করতে হবে।

গত তিন মেয়াদে বিতর্কিত নির্বাচনে দেশের সকল মানুষরা ভোটাধিকা প্রয়োগ করতে পারেনি। মানুষ চায় একটি সুষ্ঠু নির্বাচন। ভোটারধিকার প্রয়োগের মাধ্যমে পচন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের করে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে এমনটাই প্রত্যাশা।

এসময় তিনি খালেদা জিয়া সম্পর্কে বলেন, বেগম খালেদার সারাজীবন ফ্যাসিবাদী ব্যবস্থা ও আধিপত্যবাদের বিরুদ্ধ লড়াই করেছেন। তার সুস্থতার জন্য দেশের মানুষ দোয়া করছে। আমরা আশা করছি তিনি দ্রুতই আরোগ্য লাভ করবেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়েত সমর্থিত প্রার্থী এডভোকেট শিশির মিনির, ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা ও শাহীনুর রহমানসহ জামায়েত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X