শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি ধর্ম বেচে রাজনীতি করে না: শামা ওবায়েদ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:০২ এএম
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ
expand
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচাকেনার রাজনীতি করে না। বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। দলটি জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করছে এবং লোক দেখানো রাজনীতি বিএনপির চরিত্র নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি। তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। দল সবসময় নারীদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়।

সমাবেশের প্রধান বক্তা, বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিরাজগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে কাজ করছে। নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা নিশ্চিত করাও দলের অঙ্গীকার।

সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করায় পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন