

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জে বেলকুচি পৌর এলাকায় খালের উপরে একটি বিল্ডিংয়ের জন্য একটি ব্রীজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ব্রীজটি নির্দিষ্ট একটি বিল্ডিংকে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) কেন্দ্র করে নির্মাণ করায় স্থানীয়দের কোনো উপকারে আসছে না।
ব্রীজটি ১০০ মিটার দক্ষিণে নির্মাণ করা হলে, অপর প্রান্তে বসবাসরত লোকজনেরও যাতায়াতে সুবিধা হতো। একটি বিল্ডিংয়ের জন্য ব্রিজ নির্মাণ করায় সরকারের প্রায় ২ কোটি টাকা অপচয় হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
সরজমিনে গিয়ে দেখা যায়, বেলকুচি উপজেলার পৌর এলাকার খালের উপরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নামে একটি ভবন নির্মাণ করা হয়েছে,আর এই ভবন বরাবর নির্মাণ করা হচ্ছে প্রায় ২ কোটি টাকার ব্রীজ। অথচ বিল্ডিংয়ের পাশেই রয়েছে জনবসতি,সেখানে যাতায়াত করতে হয় অন্যদিক ঘুরে।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি অফিস থেকে ২০২১ সালে এই খালের উপরে প্রায় ১ কোটি ৯১ লক্ষ টাকা মূল্যের ৩৫ মিটারের একটি ব্রীজ নির্মাণের দরপত্র আহবান করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, ভুল পরিকল্পনায় এই ২ কোটি টাকার ব্রীজটি নির্মাণ করা হয়েছে, ব্রীজটি একটু দক্ষিণ দিকে নির্মাণ করা হলে সেখানে বসবাসরত সবাই বসবাসের জন্য উপকৃত হতেন; পাশাপাশি ওই বিল্ডিংয়েও সহজেই যাতায়াত করা যেত।
স্থানীয় কলেজ শিক্ষক হাবিব জানান, ব্রীজটি একটি নির্দিষ্ট বিল্ডিংকে কেন্দ্র করে নির্মাণ করায় শুধু এই বিল্ডিং এ নির্দিষ্ট সময় যাতায়াতের জন্য সরকারের প্রায় ২ কোটি টাকা খরচ হয়েছে। যা অর্থ অপচয়ের শামিল।
চালা এলাকার চা দোকানি আব্দুল গফুর জানায়,আমরা শুনেছি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ ব্যয়ের মধ্যেই ব্রীজের কাজ ধরা ছিল; এখন শুনছি,শুধু ব্রীজ নির্মাণের জন্যই ২ কোটি টাকা ব্যয় হয়েছে। তাও আবার একটি মাত্র ভবনে যাতায়াতের জন্য সরকার এই ব্রীজ নির্মাণ করেছে।
এবিষয়ে বেলকুচি উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আমি নতুন এসেছি। এই বিল্ডিং এবং ব্রীজের কাজ অনেক আগেই শেষ করে হস্তান্তর করা হয়েছে। এই ব্রীজ জনগণের কোনো কাজে আসছে না, এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি উত্তর এরিয়ে যান।
মন্তব্য করুন