

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) সংসদীয় আসনে দেশি-বিদেশে অবস্থানরত মোট ৭ হাজার ৫০১ জন ভোটার পোস্টাল ভোট প্রদানের জন্য আবেদন করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশে অবস্থানরত ৩ হাজার ৩০৯ জন ভোটার পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। এদের মধ্যে সরকারি চাকরিজীবী রয়েছেন ২ হাজার ৪১০ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৬১৫ জন, আনসার ও ভিডিপি সদস্য ২৭৫ জন এবং ৯ জন কারাবন্দী রয়েছেন। এই তালিকায় পুরুষ ভোটার ২ হাজার ৬২৬ জন এবং মহিলা ভোটার ৬৮৩ জন।
অন্যদিকে, বিদেশে কর্মরত উল্লাপাড়ার ৪ হাজার ১৯২ জন প্রবাসী ভোটার পোস্টাল ভোটের আবেদন করেছেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৪৭০ জন এবং মহিলা ভোটার ৭২৭ জন। এছাড়া একই তালিকায় ৫ জন প্রবাসী ভোটার অপেক্ষমাণ রয়েছেন।
ইতোমধ্যে নির্বাচন কমিশন অফিস থেকে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যালট পেপার এবং গণভোটের ব্যালট বিদেশে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে পোস্টাল ভোট একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর পদ্ধতি, যা নির্বাচনের স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশকে আরও জোরদার করবে।
মন্তব্য করুন
