শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে পার্কিংবিহীন হাসপাতালের লাইসেন্স নবায়ন, জরিমানার শিকার সেবা গ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম
আভিসিনা হাসপাতালের সামনে করা মোটরসাইকেল পার্কিং
expand
আভিসিনা হাসপাতালের সামনে করা মোটরসাইকেল পার্কিং

পার্কিং নিষেধ, নামমাত্র পার্কিং ব্যবস্থা করে, সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে চলছে হেল্থ এইট ও আভিসিনা হাসপাতালে স্বাস্থ্য সেবা।

সিরাজগঞ্জ শহরের ব্যস্ত এলাকায় অবস্থিত আভিসিনা ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে নেই কোনো নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা।

ফলে রোগী, স্বজন ও সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। রাস্তার ওপর এলোমেলোভাবে গাড়ি রাখায় প্রতিদিনই তৈরি হচ্ছে যানজট। জরুরি রোগী পরিবহনেও সৃষ্টি হচ্ছে বিলম্ব ও ঝুঁকি। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয় শর্ত পূরণ না করেই কাগজপত্র রিনিউ করছে পৌরসভা ও জেলা সিভিল সার্জন অফিস। এতে জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

পার্কিং বিষয়ে আভিসিনা হাসপাতালের গার্ড মুসলিম উদ্দিন জানান, আমি এই হাসপাতালে প্রায় দুই বছর ধরে আছি, আমি আসার পর থেকে এখানে পার্কিং দেখি নাই। পার্কিং সবসময় বাহিরেই হয়। এসময় তিনি সাইনবোর্ড দেখিয়ে বলেন, আমাদের এখানে পার্কিং করা নিষেধ।

পার্কিং বিষয়ে হেল্থ এইড প্যাথলজি ম্যানেজার সংগ্রাম জানান, আমাদের অফিসের সামনে সেবা নিতে আসা রোগীদের গাড়ি পার্কিং নিষেধের সাইনবোর্ড লাগানো আছে। পাশে পুরাতন বিল্ডিং এ পার্কিংয়ের জায়গা আছে। পুরাতন বিল্ডিংয়ে গিয়ে দেখা যায়, সেখানে ভবন নির্মাণের কাজ চলছে, সেখানে পার্কিংয়ের জায়গা নেই।

এদিকে গত বুধবার (১০ ডিসেম্বর) আভিসিনা হাসপাতালে সেবা নিতে আসা একাধিক রোগীর গাড়ি অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সিরাজগঞ্জ পৌরসভা।

রবিবার (১৪ ডিসেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, হেল্থ এইড ও আভিসিনা হাসপাতালের সামনের রাস্তা ব্লক করে শতশত গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে।

তথ্যানুসন্ধান বলছে, হাসপাতাল ও প্যাথলজি গড়তে অবশ্যই পরিবেশের ছাড়পত্র, অগ্নি ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনা চুক্তিপত্র, কলকারখানা ছাড়পত্র, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র, পর্যাপ্ত খোলামেলা পরিবেশ, নিজেস্ব পার্কিং ব্যবস্থা, প্রয়োজনীয় নার্স ও আনুপাতিক ডাক্তারের সেবা এবং আধুনিক অপারেশন থিয়েটার। স্থানীয় সরকার বিভাগের ট্রেড লাইসেন্স থাকতে হয়। উপরোক্ত সকল প্রতিষ্ঠানগুলো প্রতি বছর এভাবেই প্রয়োজনীয় সকল কাগজপত্র দেখে সরজমিনে পরিদর্শন করে লাইসেন্স নবায়ন করে থাকে। এরপর সিভিল সার্জন সকল নবায়নকৃত কাগজপত্র দেখে হাসপাতাল প্যাথলজির লাইসেন্স নবায়ন করে থাকে।

সেবা নিতে আসা আবুল হাসেম জানান, সিরাজগঞ্জ শহরে প্রতি দিন হাজার হাজার মানুষ বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জ থেকে বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসে। জেলায় নামে বেনামে অনেক প্যাথলজি হাসপাতাল গড়ে উঠেছে। নেই কোনো পার্কিং ব্যবস্থা, গাড়ি রাস্তার পাশে রেখেই হাসপাতালে যেতে হয়। এজন্য মাঝে মাঝেই গাড়ি চুরি হয়। নেই কোনো এর সমাধান। হাসপাতালের অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা নেই, রাস্তায় পার্কিংয়ের ফলে শহরে যানজট লেগেই থাকে। এছাড়া এইসব হাসপাতালে নেই হাসপাতাল আইনের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ। বরং আইন লঙ্ঘন করে বছরের পর বছর সিরাজগঞ্জ সিভিল সার্জন এদের হাসপাতালের লাইসেন্স নবায়ন করে যাচ্ছে। এসময় তিনি প্রশ্ন করেন, অবৈধ পার্কিংয়ের দায়ে হাসপাতালে সেবা গ্রহীতাকে জরিমানা করছে সিরাজগঞ্জ পৌরসভা, আসলে অবৈধ পার্কিংয়ের দায় কার?

এ বিষয়ে হেল্থ এইড প্যাথলজি ম্যানেজার সংগ্রাম আরো বলেন, আমরা নতুন ভবন নির্মাণ করছি, সেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা থাকবে।

পার্কিং বিষয়ে আভিসিনা হাসপাতালের ম্যানেজার আতাউর রহমান জানান, আমাদের পার্কিং ব্যবস্থা রয়েছে। আমাদের পার্কিং ব্যবস্থা বাহিরের লোকজন ব্যবহার করায়, বন্ধ করে রেখে ছিলাম। গতকাল থেকে আবার চালু করেছি।

অবৈধ পার্কিং বিষয়ে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ইতিপূর্বে আমরা আভিসিনা হাসপাতালকে জরিমানা করেছি। সেবা নিতে আসা রোগীদের জরিমানা কেন করা হয়েছে, এবিষয়ে জানতে চাওয়া হলে, তিনি সদুত্তর দিতে পারেনি।

এবিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন জানান, ইতিমধ্যে গত সপ্তাহে আভিসিনা হাসপাতালকে লাইসেন্স নবায়ন না করার জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পার্কিং বিষয়ে আমি ব্যবস্থা নিচ্ছি। আমাদের এই অভিযান সারা জেলায় চলমান থাকবে।

উল্লেখ্য যে, গত বুধবার (১০ ডিসেম্বর) সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতাল ও হেল্থ এইড -১ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসা নিতে আসে। হঠাৎ সিরাজগঞ্জ পৌরসভা থেকে হাসপাতালের সামনে রাস্তায় অবৈধ পার্কিংয়ের দায়ে সাত থেকে আট জন মোটরসাইকেল আরোহীকে জরিমানা করে এবং বেশ কিছু মোটরসাইকেল জব্দ করে পৌরসভায় নিয়ে যায়। পরে জরিমানা আদায় করে সেগুলো ছেড়ে দেয় সিরাজগঞ্জ পৌরসভা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X