

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক এবং সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে দলের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “আমরা ভেবেছিলাম এত রক্ত, এত ত্যাগের পর বাংলাদেশকে সঠিক পথে চালনায় আর হয়তো মিছিল–মিটিং করতে হবে না।
কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমরা সরকারকে স্পষ্টভাবে বুঝিয়েছি—একই দিনে গণভোট স্বীকৃত না হলে জনগণের ম্যান্ডেট ছাড়া জাতীয় নির্বাচনের ভিত্তি কী? জনগণের অভিমত আগে গ্রহণ করা হবে, তারপর জাতীয় নির্বাচন হবে।
গণভোটের এত সহজ অঙ্ক প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের কেউ বোঝেন না; বিএনপি তো বোঝেই না।”
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৪টায় শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট মোড়, খুলনা রোড মোড়, নারকেলতলা মোড়সহ সাতক্ষীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে হাজারো মোটরসাইকেলের শোভাযাত্রা নজর কাড়ে। নেতৃত্ব দেন মুহাদ্দিস আব্দুল খালেক।
এর আগে বিকেল সাড়ে ৩টায় একই স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারি গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুল বারী, মাওলানা রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল, অ্যাডভোকেট আজিজুল ইসলাম, শহর আমির জাহিদুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আমির মোহাম্মদ আলী, সদর উপজেলা আমির মাওলানা মোশারফ হোসেন, দেবহাটা আমির ওলিউর রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
জামায়াত নেতারা বলেন, তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চান, তবে সেটি হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এই দাবি আদায়ের জন্য এবং নির্বাচনের আগে গণভোট নিশ্চিত করতে তারা আন্দোলনের মাঠে আছেন, থাকবেন।
মন্তব্য করুন