

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
সভায় ইউএনও সাইফুল ইসলাম বলেন, নির্বাচন একটি অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য দ্রুত ছড়িয়ে পড়তে পারে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছালে এসব ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করবে। নির্বাচন চলাকালে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
ইউএনও বলেন, “প্রশাসন ও সাংবাদিকরা পরস্পর পরিপূরক। সমন্বিতভাবে কাজ করলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ আঃ গফুর, সদর উপজেলা আইসিটি অফিসার আইনুল হক, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, সিনিয়র সহ-সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক খন্দকার মিলন, সহ-সভাপতি মাজহারুল জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রকি আহমেদ, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার সম্পাদক ছাদেকুল ইসলাম রাজু, কোষাধ্যক্ষ হামিদুর রহমান লিমন এবং কার্যকরী সদস্য শফিউল মন্ডল, রাকিবুল ইসলাম, ফারুকসহ অন্যান্য সদস্যরা।
বক্তারা নির্বাচনকালীন সময়ে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন
