মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
নলকূপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস
expand
নলকূপে পড়ে যাওয়া শিশুকে জীবিত উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস

রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপের ভেতরে আটকা পড়েছে দুই বছরের শিশু। শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দুপুরে বাড়ির পাশে থাকা পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতর অসাবধানতাবশত পড়ে যায় শিশু স্বাধীন।পরিত্যক্ত সেই গভীর নলকূপের মালিক তাহের। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে নলকূপটি অকেজো অবস্থায় পড়ে ছিল।

ওসি আরও জানান, শিশুটিকে জীবিত উদ্ধার করতে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনার পরপরই তানোর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শিশুটি এখনো জীবিত রয়েছে। তাকেও উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি বিশেষায়িত উদ্ধারকারী দল তানোরে যোগ দিচ্ছে।

পরিত্যক্ত নলকূপটির ব্যাসার্ধ পাঁচ ফুট। এটি প্রায় ৩৫ ফুট গভীর। শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এখন তাকে সেখানে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X