

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার আশঙ্কায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধ্যরাতের পর থেকে নৌপথে কুয়াশার ঘনত্ব ক্রমশ বাড়তে থাকে। একপর্যায়ে চ্যানেলের দিকনির্দেশক মার্কিং পয়েন্টগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। এতে করে নিরাপদভাবে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য নৌ-দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, রাত ২টা ৩০ মিনিট থেকে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে এলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।
বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি নিরাপদে নোঙর করে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
